পদ্মা সেতু ও এক্সপ্রেসওয়েতে নিরাপত্তা জোরদার

By নিজস্ব সংবাদদাতা, শরীয়তপুর
17 November 2025, 06:04 AM
UPDATED 17 November 2025, 14:46 PM

চলমান পরিস্থিতিতে পদ্মা সেতু ও ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে এলাকায় নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।  সেতুর টোল প্লাজার কাছে এবং এক্সপ্রেসওয়েতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।

গতকাল রোববার রাতে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম পদ্মা সেতুর জাজিরা প্রান্ত পরিদর্শন করেন। সেখানে তিনি পুলিশ, জেলা প্রশাসন এবং সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।

সোমবার সকাল থেকে পুলিশ, র‍্যাব এবং সেনাবাহিনী টোল প্লাজা এবং এক্সপ্রেসওয়ে সংলগ্ন রাস্তাসহ আশপাশের এলাকায় টহল দিচ্ছে। দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলা থেকে আসা যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাক এবং ব্যক্তিগত যানকে এই রুট ব্যবহার করতে দেখা গেছে।

শরীয়তপুরের পুলিশ সুপার নজরুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, পদ্মা সেতু দিয়ে যানবাহন চলাচল অন্যান্য দিনের মতোই স্বাভাবিক। যেহেতু একটি  দলের পক্ষ থেকে একটি কর্মসূচি ঘোষণা করা হয়েছে, তাই পদ্মা সেতুর আশেপাশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা নিরাপত্তা টহল বাড়িয়েছি। 

তিনি বলেন, গতকাল স্বরাষ্ট্র উপদেষ্টা ঢাকায় যাওয়ার পথে এখানে কিছুক্ষণের জন্য থেমে আমাদের সঙ্গে সাক্ষাৎ করেন। সোমবার শরীয়তপুর, পদ্মা সেতুর আশেপাশে বা এক্সপ্রেসওয়েতে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আমরা জননিরাপত্তা নিশ্চিত করার জন্য কাজ করছি।

 শরীয়তপুর বাস মালিক সমিতির সভাপতি ফারুক আহমেদ তালুকদার বলেন, সোমবার সকাল থেকে ঢাকা এবং শরীয়তপুরের মধ্যে বাস চলাচল শুরু হয়েছে। এই সড়কে কোথাও কোনো প্রতিবন্ধকতার খবর পাওয়া যায়নি। তবে যাত্রীদের উপস্থিতি কম থাকায় যানবাহন চলাচল কম।