পদ্মা সেতু দক্ষিণ প্লাজা এলাকায় ট্রাকে আগুন, পুলিশের গাড়িতে ককটেল

By নিজস্ব সংবাদদাতা, শরীয়পুর
13 November 2025, 05:16 AM
UPDATED 13 November 2025, 11:48 AM

শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর দক্ষিণ টোল প্লাজার কাছে একটি ট্রাকে আগুন ও পুলিশের গাড়িতে ককটেল হামলার ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার সকালে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ ও মিছিলের ঘটনাও ঘটে। এ ঘটনায় এক পুলিশ সদস্য আহত হয়েছেন এবং পুলিশ তিনজনকে আটক করেছে।

স্থানীয় সূত্র ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে হামলাকারীদের আওয়ামী লীগের নেতাকর্মী হিসেবে পরিচয় দেওয়া হলেও পুলিশ তা নিশ্চিত করতে পারেনি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ ভোর সোয়া ছয়টার দিকে ২০০ থেকে ৩০০ জনের একটি দল পদ্মা সেতুর দক্ষিণ টোল প্লাজা সংলগ্ন নাওডোবা এলাকায় এক্সপ্রেসওয়েতে মিছিল বের করে। এ সময় তারা টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনাকে নিয়ে বিভিন্ন স্লোগান দেন। এতে প্রায় ৩০ মিনিট ধরে সড়ক অবরোধের কারণে যান চলাচল বন্ধ থাকে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে মিছিলকারীরা পুলিশের গাড়ি লক্ষ্য করে ককটেল ছোড়ে। এতে গাড়ির সামনের কাচ ভেঙে যায় এবং একজন পুলিশ সদস্য আহত হন। পরে তারা এক্সপ্রেসওয়ে থেকে পাশের তস্তারকান্দি এলাকায় গিয়ে চিনিবোঝাই একটি ট্রাকে আগুন ধরিয়ে দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নেভান।

1000178424.jpg
ছবি: জাহিদ হাসান

এই ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেন অপুর চাচাতো ভাই ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি ফাহাদ হোসেন তপু এবং জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিক পাহাড়কে মিছিলের নেতৃত্বে দেখা গেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম রসূল দ্য ডেইলি স্টারকে বলেন, ভোরে একদল দুর্বৃত্ত এক্সপ্রেসওয়েতে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে এবং কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। পুলিশ তাদের নিবৃত্ত করতে গেলে তারা পুলিশের গাড়িতে ককটেল ছোড়ে। এতে গাড়ির কাচ ভেঙে একজন পুলিশ সদস্য সামান্য আহত হন। পরে তারা একটি ট্রাকে আগুন দেয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে।

হামলাকারীরা কারা, জানতে চাইলে ওসি বলেন, 'দুর্বৃত্তরা কোন দলের বা তারা কারা, তা আমরা এখনো জানতে পারিনি। তাদের পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।'