ইরানের অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট মোখবার, পাঁচ দিনের রাষ্ট্রীয় শোক

By স্টার অনলাইন ডেস্ক
20 May 2024, 08:32 AM
UPDATED 20 May 2024, 19:40 PM

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আলি খামেনি জানিয়েছেন, ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মাদ মোখবারকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের দায়িত্ব দেওয়া হয়েছে। একইসঙ্গে পাঁচ দিনের জাতীয় শোক ঘোষণা করেন তিনি।

আজ সোমবার এই তথ্য জানায় রয়টার্স।

আলি খামেনির বরাত দিয়ে ইরানের সরকারি সংবাদমাধ্যম ইরনা আরও জানায়, মোখবার দেশের নিয়ন্ত্রণভার গ্রহণ করবেন এবং ৫০ দিনের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজন করবেন।

ইরানের সংবাদ এজেন্সি ইরনা জানিয়েছে, রাইসির সঙ্গে তার সফরসঙ্গী পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমিরাবদোল্লাহিয়ানের মৃত্যুর পর ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন বর্তমান উপ-পররাষ্ট্রমন্ত্রী  আলি বাঘেরি কানি।

untitled_design_-_2023-05-10t161329.180.png
ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী আলি বাঘেরি কানি। ফাইল ছবি: রয়টার্স

ইরানের মন্ত্রিসভা এই ঘোষণা দিয়েছে।