মন্টিনিগ্রোতে বন্দুকধারীর গুলিতে নিহত অন্তত ১২

By স্টার অনলাইন ডেস্ক
12 August 2022, 19:49 PM
UPDATED 13 August 2022, 01:57 AM

মন্টিনিগ্রোতে বন্দুকধারীর গুলিতে অন্তত ১২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ওই বন্দুকধারীও আছেন।

শুক্রবার রাজধানী পোডগোরিকার কাছের শহরর সিটিনজেতে এ হামলার ঘটনা ঘটে। রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

রয়টার্স জানিয়েছে, গোলাগুলিতে একজন পুলিশ কর্মকর্তাসহ আরও ৬ জন আহত হয়েছেন। সন্দেহভাজন বন্দুকধারী আইনশৃঙ্খলা বাহিনীর ওপর গুলি চালানোর পরে নিহত হয়েছেন বলে জানা গেছে।

স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, তিনি আশেপাশের পথচারীদের ওপর এলোপাতাড়ি গুলি চালান এবং পরে তিনি নিজেই গুলিবিদ্ধ হয়ে মারা যান।