‘মাতৃভাষায় শিক্ষা না হলে সাহিত্য-সংস্কৃতি-জাতীয় পরিচয়ের বিকাশ সম্ভব নয়’

By নিজস্ব সংবাদদাতা, খুলনা
29 November 2025, 16:10 PM

খুলনা প্রেসক্লাবে আয়োজিত এক সেমিনারে বক্তারা বলেন, মাতৃভাষায় শিক্ষা না হলে সাহিত্য, সংস্কৃতি ও জাতীয় পরিচয়ের বিকাশ সম্ভব নয়। এ সময় শিক্ষাব্যবস্থায় অতিরিক্ত ইংরেজি নির্ভরতারও সমালোচনা করেন তারা।

গতকাল শুক্রবার খুলনা প্রেসক্লাব মিলনায়তনে '"বাংলাদেশের কালচার" ও বর্তমান বাংলাদেশ' শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়। 

সেমিনারে আলোচক হিসেবে বক্তব্য দেন শিক্ষাবিদ ও বুদ্ধিজীবী ড. সলিমুল্লাহ খান। স্বাগত বক্তব্য দেন লেখক ও শিক্ষক আবুল ফজল।

আলোচনায় অংশ নেন দ্য ডেইলি স্টার পত্রিকার সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম এবং কবি ও গবেষক ইমরান মাহফুজ।

অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আব্দুল্লাহ হারুন চৌধুরী।

বক্তব্যে ড. সলিমুল্লাহ খান বলেন, 'স্বাধীনতার পঞ্চাশ বছরেও আমাদের উচ্চ আদালতে বাংলা ভাষা চালু করা যায়নি। এখনো বাংলাদেশ একটি গণরাজ্য অথচ হাইকোর্টের বিচারকদের আমাদের বাধ্য হয়ে বলতে হয় "মাই লর্ড", অথচ মার্কিন যুক্তরাষ্ট্রে বলে "মিস্টার জাস্টিস"।'

তিনি আবুল মনসুর আহমেদের বক্তব্য উদ্ধৃত করে বলেন, বাংলায় পাঠ্যবই বা পরিভাষা না থাকার অজুহাত মূল সমস্যা নয়; বরং সরকারি অফিস ও আদালতে বাংলা চালু না হওয়াই তার ফলাফল।

তার মতে, মাতৃভাষাভিত্তিক শিক্ষা দুর্বল হওয়ায় পরিবার থেকে রাষ্ট্র পর্যন্ত এক ধরনের 'জড়তা' তৈরি হয়েছে। উচ্চশিক্ষায় ইংরেজির প্রয়োজন থাকলেও প্রাথমিক শিক্ষায় মাতৃভাষা বাধ্যতামূলক হওয়া উচিত।

বিভাগ ও প্রতিষ্ঠানের নাম ইংরেজিতে রাখার প্রবণতার সমালোচনা করে তিনি বলেন, 'ঢাকা বিশ্ববিদ্যালয়ের বহু বিভাগের নাম ইংরেজিতে—এটা কেন? শিক্ষা ব্যবসায় পরিণত হওয়ায় শিক্ষকরা ভবিষ্যতবোধ হারিয়ে ফেলছেন এবং সমাজে ভুল বার্তা যাচ্ছে যে ইংরেজি মাধ্যমই উন্নতির একমাত্র পথ।'

স্বাগত বক্তব্যে আবুল ফজল বলেন, 'রাজনৈতিক বিভাজন ঘটলেও বাংলাদেশের কালচার বিভাজিত হয়নি। ভাষা ও সংস্কৃতির ধারাবাহিকতা বজায় থাকলেই জাতীয় পরিচয় শক্তিশালী হবে।'

অনুষ্ঠান শেষে ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম অনুষ্ঠানে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের এমন অর্থবহ আয়োজনের জন্য বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি তিনি আবুল মনসুর আহমেদের লেখা পড়ার জন্য সবাইকে আহ্বান জানান।