খুলনায় ব্যারিকেড ভেঙে ভারতীয় সহকারী হাইকমিশন অফিসের সামনে বিক্ষোভ

By নিজস্ব সংবাদদাতা, খুলনা
18 December 2025, 12:50 PM

খুলনায় পুলিশের ব্যারিকেড ভেঙে ভারতীয় সহকারী হাইকমিশন অফিসের সামনে বিক্ষোভ করেছে বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা।

আজ বৃহস্পতিবার বিকেলে নগরীর শামসুর রহমান রোড এলাকায় এই বিক্ষোভ কর্মসূচি হয়।

বিক্ষোভকারীরা নগরীর বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে রয়্যাল মোড়ে জড়ো হন। পরে শামসুর রহমান রোডে ভারতীয় সহকারী হাইকমিশন অফিসের কাছে পৌঁছালে, পুলিশ মিছিলটি আটকাতে ব্যারিকেড দেয়।

একপর্যায়ে বিক্ষোভকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙে সামনে এগিয়ে যায় এবং অফিসের সামনে অবস্থান নেন।

বিক্ষোভকারীদের দাবি, ভারতের নীতিগত অবস্থান ও বক্তব্য বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকি।

খুলনা মহানগর পুলিশের (কেএমপি) উপকমিশনার তাজুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, 'নিরাপত্তার জন্য আমরা কয়েক ধাপে ব্যারিকেড বসিয়েছিলাম। প্রথম ব্যারিকেড ভেঙে বিক্ষোভকারীরা কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে স্লোগান ও বক্তব্য দিয়েছে। তবে দ্বিতীয় ব্যারিকেড পার হতে পারেনি তারা।'

তাজুল ইসলাম আরও বলেন, বিক্ষোভকারীরা কার্যালয়ের সামনে কিছুক্ষণ অবস্থান করেই চলে যান।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলেও জানান তিনি।