খুলনায় আদালতের সামনে ২ জনকে গুলি করে হত্যা
রাস্তায় পড়ে আছে গুলির খোসা। ছবি: হাবিবুর রহমান/স্টার
খুলনা জেলা জজ আদালতের সামনে দুজনকে গুলি করে হত্যা করা হয়েছে।
আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
খুলনা মহানগর পুলিশের ডিসি (দক্ষিণ) সুদর্শন কুমার রায় দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন, ফজলে রাব্বি রাজন (৩৫) ও হাসিব (৩১)।
সুদর্শন কুমার রায় দ্য ডেইলি স্টারকে বলেন, গুলির পর তাদের চাপাতি দিয়ে কোপানো হয়।
স্থানীয়রা গুলিবিদ্ধ দুজনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তারা মারা যান।
খুলনা মেডিকেল কলেজের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক শামীম হাসান বলেন, 'নিহতদের শরীরে একাধিক গুলির চিহ্ন রয়েছে।'
নিহত ফজলে রাব্বি রাজন (৩৫) পূর্ব রুপসা বাগমারার এজাজের ছেলে।
হাসপাতাল সূত্র জানায়, পরিবারের সদস্যরা নিহত হাসিবের মরদেহ হাসপাতাল থেকে নিয়ে গেছে।