মহাখালীতে বাসে আগুন

By স্টার অনলাইন রিপোর্ট
22 November 2025, 16:24 PM
UPDATED 22 November 2025, 22:33 PM

রাজধানীর মহাখালীতে বৈশাখী পরিবহনের একটি বাসে আগুন লেগেছে। 

আজ শনিবার রাত ৯টা ১২মিনিটে মহাখালীর বটতলা এলাকায় বাসটিতে আগুন ধরে যায়। দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরোয়ার। 

প্রত্যক্ষদর্শীরা জানান, বাসের পেছনের দিক থেকে আগুনের সূত্রপাত হয়। তবে কেউ বলতে পারেননি কীভাবে আগুন লেগেছে। আগুন লাগার সঙ্গে সঙ্গে যাত্রীরা দ্রুত নেমে যান। পরে স্থানীয়রা পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ওসি রাসেল সরোয়ার বলেন, কীভাবে বাসে আগুন লাগলো এবং এটি নাশকতা কি না—তা খতিয়ে দেখা হচ্ছে।