সাবেক ডিজিএফআই প্রধানের বাসায় দুদকের অভিযান, ২ কোটি ৪৫ লাখ টাকা জব্দ

By স্টার অনলাইন রিপোর্ট
2 March 2025, 09:00 AM

প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক (ডিজি) লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলমের বাসায় অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার বিকেলে দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, অভিযানের সময় সেনানিবাসে সাইফুল আলমের বাসা থেকে ২ কোটি ৪৫ লাখ টাকা জব্দ করেছে দুদক।