আগে স্থানীয় সরকার নির্বাচন চায় ৯০ শতাংশ মানুষ: সংস্কার কমিশন

By স্টার অনলাইন রিপোর্ট
15 January 2025, 15:00 PM

দেশের প্রায় ৯০ শতাংশ মানুষ জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায়।

আজ বুধবার জাতীয় সংসদ চত্বরে নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কমিশন প্রধান বদিউল আলম মজুমদার এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, '৪৬ হাজার নাগরিককে নিয়ে করা সংস্কার কমিশনের জরিপে এ তথ্য পাওয়া গেছে। কমিশনের পক্ষ থেকে জরিপটি পরিচালনা করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো।'

বদিউল আলম বলেন, 'এই মুহূর্তে আমাদের কোনো ইউনিয়ন পরিষদ ও স্থানীয় সরকার নেই। যে কারণে জনগণ নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছে।'

স্থানীয় সরকার কমিশন নামে আরও একটি স্থায়ী কমিশন গঠনের সুপারিশ করেছে বদিউল আলম নেতৃত্বাধীন কমিশন।