স্থানীয় নির্বাচনে দলীয় প্রার্থী না দেওয়ার সিদ্ধান্তে সমস্যা নেই: ইসি আলমগীর

By স্টার অনলাইন রিপোর্ট
23 January 2024, 11:54 AM

নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর বলেছেন, কোনো রাজনৈতিক দল স্থানীয় নির্বাচনে দলীয় মনোনীত প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত নিলে কোনো সমস্যা নেই।

আজ মঙ্গলবার ইসি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মো. আলমগীর বলেন, 'কোনো রাজনৈতিক দল মনে করলে কাউকে মনোনয়ন দেবে না। এ বিষয়ে নির্বাচন কমিশনের কোনো বক্তব্য নেই। এতে কোনো সমস্যা নেই।'

আগামী ৯ মার্চ কুমিল্লা ও ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এছাড়াও, এপ্রিলে উপজেলা নির্বাচনের সম্ভাবনা আছে।

এসব নির্বাচনে দলীয় কোন্দল এড়াতে আওয়ামী লীগ গতকাল সোমবার দলীয় প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। 

এর পরিপ্রেক্ষিতে ইসি আলমগীর নির্বাচন কমিশনার আলমগীর বলেছেন, 'রাজনৈতিক দলের মনোনয়ন নিয়ে এবং স্বতন্ত্র হিসেবে যে কেউ নির্বাচনে অংশ নিতে পারেন। যদি কোনো রাজনৈতিক দল দলীয় প্রতীক না দেয়, তাহলে প্রার্থীদের স্বতন্ত্র প্রার্থীর মতো স্থানীয় সরকার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে।'

তিনি বলেন, 'উপজেলা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হতে হলে একজন প্রার্থীকে উপজেলার ২৫০ ভোটারের সমর্থন সম্বলিত কাগজ সংযুক্ত করতে হবে।'

তবে, এর আগে উপজেলা চেয়ারম্যান বা ভাইস চেয়ারম্যান পদে জয়ী হলে ভোটারদের সমর্থনের তালিকা জমা দিতে হবে না বলেও জানান তিনি।