বিয়ে করেছেন ‘বড় ছেলে’র পরিচালক আরিয়ান
মিজানুর রহমান আরিয়ান ও তাহসিন তামান্না। ছবি: ফেসবুক থেকে
‘আমাদের পরিচয় ৭ বছরের।’
ছোট পর্দার জনপ্রিয় নির্মাতা মিজানুর রহমান আরিয়ান বিয়ে করেছেন। তার স্ত্রী তাহসিন তামান্না ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেছেন।
দ্য ডেইলি স্টারকে পাঠানো এক খুদে বার্তায় আরিয়ান লিখেছেন, 'আমাদের পরিচয় ৭ বছরের। আসছে ঈদুল ফিতরের পর আত্মীয়–স্বজন, বন্ধু–বান্ধব ও সহকর্মীদের নিয়ে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠান করব।'
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আরিয়ান তাদের বিয়ের কয়েকটি ছবি পোস্ট করে সবার কাছে দোয়া চেয়েছেন।
পোস্টের ক্যাপশনে তিনি লিখেছেন, 'যে মানুষটা চায় আপনার জীবনে ভালো কিছু আসুক, সেই আপনার জীবনে আসা সবচেয়ে ভালো কিছু।'
অর্ধশতকের বেশি নাটক পরিচালনা করেছেন আরিয়ান। এর মধ্যে সবচেয়ে বেশি আলোচিত নাটক 'বড় ছেলে'। রোমান্টিক নাটক নির্মাতা হিসেবেই তিনি বেশি পরিচিত।