৪৭তম বিসিএস লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে জাবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
৪৭তম বিসিএস লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক (ডেইরি গেট) সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) একদল শিক্ষার্থী।
চাকরিপ্রত্যাশী শিক্ষার্থীরা দুপুর ১২টা ২০ মিনিটের দিকে মহাসড়কের আরিচাগামী লেন আটকে দিয়ে তাদের কর্মসূচি শুরু করেন। বিশ্ববিদ্যালয়ের ফটকের সামনে রাস্তায় বেঞ্চ রেখে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। এ সময় সড়কে বহু যানবাহন আটকে থাকতে দেখা যায়।
প্রায় দুই ঘণ্টা ধরে চলা এই অবরোধ কর্মসূচি দুপুর ২টার দিকে শেষ হয়।
অবরোধে অংশ নেওয়া বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের ৪৬তম ব্যাচের শিক্ষার্থী রায়হান বলেন, 'আমরা আজ মহাসড়ক অবরোধ করতে বাধ্য হয়েছি। বিগত বছরগুলোতে পিএসসি লিখিত পরীক্ষার আগে অন্তত ছয় মাস সময় দিত। কিন্তু এবার এত কম সময়ে পরীক্ষার তারিখ ঘোষণা করাটা হঠকারী সিদ্ধান্ত ছাড়া আর কিছুই নয়।'
তিনি আরও বলেন, 'আমরা বুঝতে পারছি, আমাদের অবরোধের কারণে মানুষের দুর্ভোগ হচ্ছে। কিন্তু পিএসসির এমন বৈষম্যমূলক আচরণ আমরা মেনে নিতে পারি না। আমরা যত দ্রুত সম্ভব তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানাচ্ছি।'