র‍্যাগিংয়ের অভিযোগে জাবির ১৬ শিক্ষার্থী বহিষ্কার

By স্টার অনলাইন রিপোর্ট
13 October 2025, 15:48 PM
UPDATED 13 October 2025, 21:55 PM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) প্রথম বর্ষের শিক্ষার্থীদের র‌্যাগিংয়ের অভিযোগে ১৬ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে প্রশাসন।

আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক অফিস আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বহিস্কৃতরা প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

অফিস আদেশ অনুযায়ী, ৫৩ ব্যাচের ওই বহিষ্কৃত শিক্ষার্থীদের বিরুদ্ধে গত ১২ অক্টোবর ২১ নম্বর ছাত্র হলে নিজ বিভাগের ৫৪তম ব্যাচের শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ পাওয়া গেছে।

ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। মাওলানা ভাসানী হলের প্রভোস্ট অধ্যাপক মো. কামরুজ্জামানের নেতৃত্বে গঠিত এই কমিটিকে ২১ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

বহিষ্কৃতরা হলেন—মো. তানভীর রহমান মুন, মো. আবদুল্লাহ আল ফাহাদ, আবদুল্লাহ আল সাঈদ, মো. আবু তালহা রনি, রাজিব শেখ, এস এম মাহামুদুন্নবী, মো. আবু সাঈদ, জান্নাতুল আদন, আহম্মেদ আরেফিন রাতুল, তাসনিমুল হাসান জুবায়ের, মো. মাহামুদুল হাসান ফুয়াদ, মো. আল হাসিব, মো. আবদুল্লাহ আল নোমান, মো. রাকিবুল হাসান নিবির, মো. জাহিদুল ইসলাম ও উশান্ত ত্রিপুরা।

বহিষ্কৃত শিক্ষার্থীদের দাবি, তাদের বিরুদ্ধে র‍্যাগিংয়ের অভিযোগ সত্য নয়। তারা নবীনবরণ অনুষ্ঠান নিয়ে আলোচনা করার জন্য জুনিয়রদের ডেকেছিলেন।