ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুবি শিক্ষার্থীরা, সর্তক পুলিশ-ছাত্রলীগ

By স্টার অনলাইন রিপোর্ট
16 July 2024, 10:03 AM
UPDATED 16 July 2024, 16:43 PM

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) কোটাবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবস্থান নিয়েছে।

ঘটনাস্থল থেকে ডেইলি স্টারের সংবাদদাতা জানান, ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লা কোটবাড়ি বিশ্বরোডে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী শিক্ষার্থীরা পুলিশের গাড়িসহ অন্যান্য গাড়ি ভাঙচুর করেছে।

আজ মঙ্গলবার দুপুর ২টা ৫০মিনিটে মহাসড়কে অবস্থানের উদ্দেশে মিছিল নিয়ে রওনা হন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, কুবি শিক্ষার্থীদের সঙ্গে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও যোগ দেন।

সরেজমিনে দেখা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কোটবাড়ি ক্রসিং এলাকায় বিপুলসংখ্যক পুলিশের উপস্থিতি, ছাত্রলীগের নেতাকর্মীরাও সেখানে অবস্থান করছে।