ফুটবলের কেন্দ্রবিন্দুতে ওয়াশিংটন: ট্রাম্পের উপস্থিতিতে বিশ্বকাপের ড্র
আর মাত্র কয়েক ঘণ্টা। ফুটবল বিশ্বের চোখ এখন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের দিকে, যেখানে অনুষ্ঠিত হতে চলেছে ২০২৬ ফিফা বিশ্বকাপের বহু প্রতীক্ষিত ড্র। এই জমকালো, তারকাখচিত অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। প্রথমবারের মতো ৪৮টি দল নিয়ে আয়োজিত এই বৈশ্বিক মহোৎসবে অংশগ্রহণকারীদের শিরোপা জয়ের লড়াইয়ের পথরেখা নির্ধারিত হবে এই ড্রয়ের মাধ্যমে।
দলের সংখ্যা বৃদ্ধি এবং তিনটি ভিন্ন দেশ— যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডাজুড়ে যৌথ আয়োজনের কারণে লজিস্টিকসের দিক থেকে এটি হতে চলেছে ইতিহাসের সবচেয়ে জটিল বিশ্বকাপ। আগামী বছর ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত এই আসর চলবে। ২০২২ সালের কাতার বিশ্বকাপে ৩২টি দল থাকলেও এবারের বৈশ্বিক প্রদর্শনীতে আরও ১৬টি দল যুক্ত হয়েছে।
ট্রাম্প ও তারকা সমাবেশ
শুক্রবার ওয়াশিংটনের কেনেডি সেন্টারে এই ড্র অনুষ্ঠানটি স্থানীয় সময় দুপুর ১২টায় (বাংলাদেশ সময় রাত ১১টায়) শুরু হবে। এই অনুষ্ঠানের গুরুত্ব কেবল ফুটবলের মাঠেই সীমাবদ্ধ নয়। ট্রাম্প যখন মূল মঞ্চে থাকবেন, তখন আমেরিকান ক্রীড়া জগতের বহু নামিদামি তারকা এতে অংশ নেবেন।
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে ট্রাম্পের নিবিড় সম্পর্ক গড়ে উঠেছে; ইনফান্তিনো কয়েকবার হোয়াইট হাউসে গিয়েছেন। ধারণা করা হচ্ছে, মার্কিন প্রেসিডেন্টই হবেন ফিফা শান্তি পুরস্কারের প্রথম গ্রহীতা। ইনফান্তিনোর ভাষ্যমতে, এই পুরস্কারটি দেওয়া হবে 'সেই সমস্ত ব্যক্তির বিশাল প্রচেষ্টার স্বীকৃতি দিতে, যারা মানুষকে একত্রিত করেন এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য আশা নিয়ে আসেন।'
সুপারমডেল হেইডি ক্লুম ও আমেরিকান অভিনেতা-কৌতুক অভিনেতা কেভিন হার্ট যৌথভাবে এই ড্র অনুষ্ঠান পরিচালনা করবেন। ড্র পরিচালনায় সহায়তাকারী তারকাদের তালিকায় আছেন এনএফএল কিংবদন্তি টম ব্র্যাডি, আইস হকি আইকন ওয়েন গ্রেটস্কি ও প্রাক্তন এনবিএ সুপারস্টার শাকিল ও'নিল। এছাড়া, অনুষ্ঠানে ভিলেজ পিপল, রবি উইলিয়ামস ও আন্দ্রেয়া বোচেল্লির মনোমুগ্ধকর সঙ্গীত পরিবেশনা থাকবে।
রাজনৈতিক মাত্রা
ট্রাম্প এবারের বিশ্বকাপকে তার দ্বিতীয় প্রেসিডেন্সির মেয়াদ ও যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতাবার্ষিকী— এই দুই গুরুত্বপূর্ণ বিষয়েরই প্রধান কেন্দ্রবিন্দু হিসেবে উপস্থাপন করেছেন। তবে তিনি বিশ্বকাপের প্রস্তুতিতে অভ্যন্তরীণ রাজনীতির ছাপ ফেলতে দ্বিধা করেননি। স্পষ্ট ভাষায় হুমকি দিয়েছেন যে, পরিস্থিতি 'অনিরাপদ' মনে হলে তিনি ডেমোক্র্যাটশাসিত শহরগুলি থেকে ম্যাচের স্থান সরিয়ে নেবেন।
ট্রাম্প সম্প্রতি বলেন, 'ফিফার প্রধান জিয়ান্নি, যিনি অসাধারণ একজন মানুষ, আমি তাকে ফোন করব এবং বলব, "আসুন, এটি অন্যস্থানে সরিয়ে নেওয়া যাক।" আর তিনি তা-ই করবেন।' কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ও মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবাউম— বাকি দুটি সহ-আয়োজক দেশের প্রতিনিধিরাও ড্র অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
বিশ্বকাপের পথরেখা: আজটেকা থেকে মেটলাইফ
২৩তম বিশ্বকাপের মোট ১৬টি ভেন্যুর মধ্যে ১১টি যুক্তরাষ্ট্রে, তিনটি মেক্সিকোতে ও দুটি কানাডায় অবস্থিত। এই টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে মেক্সিকো সিটির ঐতিহাসিক আজটেকা স্টেডিয়ামে এবং ফাইনাল গড়াবে নিউইয়র্ক সিটি থেকে আট কিলোমিটার দূরে অবস্থিত মেটলাইফ স্টেডিয়ামে।