সবচেয়ে কম বয়সে বিশ্বকাপজয়ী দাবাড়ু উজবেকিস্তানের সিনদারভ

By স্পোর্টস ডেস্ক
26 November 2025, 14:11 PM

উজবেকিস্তানের তরুণ দাবাড়ু জাভোখির সিনদারভ লিখলেন নতুন ইতিহাস। মাত্র ১৯ বছর বয়সে তিনি দাবা বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়ে সবচেয়ে কম বয়সী বিজয়ী হিসেবে রেকর্ড গড়লেন। ভারতের গোয়ায় বুধবার অনুষ্ঠিত উত্তেজনাপূর্ণ ফাইনালের টাইব্রেকারে তিনি পরাজিত করেন চীনের নামকরা গ্র্যান্ডমাস্টার ওয়ে ই-কে।

ক্লাসিক্যাল দু'টি খেলাই ড্র হওয়ার পর টাইব্রেকারে গড়ায় লড়াই। প্রথম র‍্যাপিড খেলাটিও নিষ্পত্তিহীন থাকলেও দ্বিতীয়টিতে সুযোগ কাজে লাগিয়ে জয় নিশ্চিত করেন সিনদারভ। ম্যাচের শেষ মুহূর্তে ওয়ে সময়ের চাপে পড়েন, বারবার মাত্র এক সেকেন্ড বাকি থাকতে ইনক্রিমেন্ট তুললেও শেষ পর্যন্ত ভুল চাল খেলে বসেন। সেখানেই ম্যাচ ঘুরে যায়, উজবেক তারকা তুলে নেন ১ লাখ ২০ হাজার ডলারের চ্যাম্পিয়ন পুরস্কার।

এই অর্জনের মাধ্যমে সিনদারভ, ওয়ে ই এবং তৃতীয় হওয়া রাশিয়ার আন্দ্রেই এসিপেঙ্কো জায়গা করে নিলেন আসন্ন ক্যান্ডিডেটস টুর্নামেন্টে (২৮ মার্চ–১৬ এপ্রিল), যেখানে বিজয়ী চ্যালেঞ্জ করবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ভারতীয় গুকেশ ডোমরাজুর বিরুদ্ধে।

তাদের সঙ্গে ইতোমধ্যে ক্যান্ডিডেটসে জায়গা নিশ্চিত করেছেন গ্র্যান্ড সুইস জয়ী নেদারল্যান্ডসের আনন্দ গিরি, রানার্স-আপ জার্মানিয়ার ম্যাথিয়াস ব্লুবাউম এবং ২০২৪ ফিদে সার্কিট বিজয়ী যুক্তরাষ্ট্রের ফাবিয়ানো কারুয়ানা।

২০২৬ সালের বিশ্ব চ্যাম্পিয়নশিপ ম্যাচের ভেন্যু ও তারিখ এখনো নির্ধারিত হয়নি। তবে এর আগে এত অল্প বয়সে শিরোপা জেতার নজির না থাকায় সিনদারভের নাম দাবা ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখে গেল।