তিন বছর বয়সেই সার্বাগ্যের ইতিহাস
মাত্র তিন বছর সাত মাস ২০ দিন বয়সে অফিসিয়াল ফিদে রেটিং অর্জন করে দাবার ইতিহাসে সবচেয়ে কম বয়সে রেটেড প্লেয়ার হওয়ার রেকর্ড গড়েছেন ভারতের সার্বাগ্য সিং কুশওয়াহা। এ বয়সে দাবায় রেটিং পাওয়ার এমন অর্জন আগে কখনও দেখা যায়নি।
এর ফলে তিনি ভেঙে দিলেন তারই দেশের অনীশ সরকারের পূর্বের রেকর্ড, যিনি গত বছরের নভেম্বর মাসে তিন বছর আট মাস ১৯ দিনে ফিদে রেটেড খেলোয়াড় হয়েছিলেন।
মধ্যপ্রদেশের নার্সারি পড়ুয়া সার্বাগ্যের দ্রুত দাবায় (র্যাপিড) বর্তমান রেটিং ১৫৭২। ফিদে আন্তর্জাতিক দাবা ফেডারেশন থেকে রেটিং পেতে হলে অন্তত একজন রেটেড খেলোয়াড়কে পরাজিত করা বাধ্যতামূলক। রেটিং কোনো র্যাংকিং নয়; এটি একজন খেলোয়াড়ের শক্তিমত্তা পরিমাপের একটি স্কোর।
র্যাপিড দাবায় বিশ্বের এক নম্বর খেলোয়াড় ম্যাগনাস কার্লসেনের রেটিং ২৮২৪, যা সার্বাগ্যের সামনে বিশাল লক্ষ্য হলেও পথচলা শুরুটা তার আগেই রূপ নিয়েছে সাফল্যে।
সার্বাগ্যের বাবা সিদ্ধার্থ সিং এই অর্জনকে 'গৌরব ও সম্মানের ব্যাপার' বলে মন্তব্য করেছেন। তিনি ভারতীয় গণমাধ্যমকে বলেন, 'আমরা চাই সে একদিন গ্র্যান্ডমাস্টার হোক।'
ইতোমধ্যে সার্বাগ্য তার রাজ্যসহ ভারতের বিভিন্ন স্থানে আয়োজিত টুর্নামেন্টে তিনজন রেটেড খেলোয়াড়কে হারিয়ে এই ইতিহাসগড়া কৃতিত্ব অর্জন করেছে।
দাবায় ভারত এখন এক শক্তিশালী ঘরানা, সর্বশেষ বিশ্ব চ্যাম্পিয়ন গুকেশ দাম্মারাজু থেকে শুরু করে পাঁচবারের বিশ্বকাপজয়ী বিশ্বনাথন আনন্দ, অনেক তারকা খেলোয়াড়ই দেশটিকে বিশ্বমঞ্চে তুলে ধরেছেন। নতুন এই রেকর্ড তাদের সাফল্যের সারিতে আরও একটি উজ্জ্বল সংযোজন।