এই কারণেই সবাই তোমাকে ঘৃণা করে: ভিনিসিয়ুসকে ইগলেসিয়াস

By স্পোর্টস ডেস্ক
20 October 2025, 04:51 AM
UPDATED 20 October 2025, 17:22 PM

যেখানেই যান, আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন ভিনিসিয়ুস জুনিয়র। কখনও তার জাদুকরী ড্রিবলে, কখনও আবার আচরণে। প্রতিপক্ষের সমর্থকদের চোখে তিনি একসঙ্গে যেমন প্রতিভা, তেমনি উসকানি। গেতাফের বিপক্ষে রিয়াল মাদ্রিদের সাম্প্রতিক ম্যাচেও সেই দুই দিকই দেখা গেল একসঙ্গে। দারুণ ফুটবলের সঙ্গে তর্ক-বিতর্কের আগুন।

১-০ গোলের জয়ের এই ম্যাচের দ্বিতীয়ার্ধে দারুণ খেলেন ভিনি। তার ছন্দে বিপর্যস্ত হয় গেতাফে, আর সেই চাপের মধ্যেই একে একে লাল কার্ড দেখেন দুই খেলোয়াড়। বদলি হিসেবে নামার কিছুক্ষণের মধ্যেই বিপজ্জনক ফাউল করেন অ্যালান নিওম, এরপর আলেক্স সানক্রিসের ভুল ট্যাকল আরও বিপদ বাড়ায়।

কিন্তু এখানেই থেমে থাকেননি ভিনিসিয়ুস। স্বভাবসুলভ তর্কে জড়িয়ে পড়েন গেতাফে খেলোয়াড়দের সঙ্গে। শেষমেশ সহ্যসীমা পেরিয়ে যায় হুয়ান ইগলেসিয়াসের; সানক্রিসের লাল কার্ডের পর তিনি সরাসরি এগিয়ে গিয়ে ভিনিসিয়ুসের মুখোমুখি হন।

'এই কারণেই সবাই তোমাকে ঘৃণা করে। তোমার সতীর্থদের কাছ থেকে কিছু শেখো,' বললেন ইগলেসিয়াস, আঙুল তুলে সতর্ক করে। তখনই এমবাপে ও মিলিতাও এসে তাকে সরিয়ে নেন। জবাবে ভিনিসিয়ুসের ক্লাসিক প্রতিক্রিয়া, 'আমি খুব ভালো, তুমি বেশি কথা বলো।'

এই দৃশ্য ধরা পড়ে মুভিস্তারের ক্যামেরায়, আর ম্যাচ শেষে শুরু হয় প্রতিক্রিয়ার ঝড়। সাক্ষাৎকারে ইগলেসিয়াস বললেন, 'ফুটবলে প্রতিদ্বন্দ্বিতা থাকবে, তর্কও হবে, এটাই খেলার সৌন্দর্য। কিন্তু একটা সীমা আছে। প্রতিপক্ষকে এবং দর্শকদের প্রতি সম্মান দেখানো জরুরি। যখন সেই সম্মান হারিয়ে যায়, তখনই সমস্যা শুরু হয়।'

পরবর্তী সাক্ষাৎকারে কার্রুসেল দেপোর্তিভোকে তিনি আরও স্পষ্ট করে বলেন, 'এ যেন একই গল্প বারবার। কিছু জিনিস মেনে নেওয়া যায় না। কেউ তোমাকে অসম্মান করবে, এটা হতে পারে না। ভিনিসিয়ুস অসাধারণ খেলোয়াড়, কিন্তু এমন আচরণ ওর মান কমিয়ে দেয়। আশা করি, ও নিজেকে নিয়ে ভাববে, শেখাবে নিজেকে সম্মান করতে।'

ইগলেসিয়াস আরও জানান, 'আমি তার সতীর্থদেরও বলেছি, তাকে সম্মান শেখাও। আমি জানি, সে কী বলেছে আমাকে, সেটা আমি নিজের মধ্যেই রাখব। যদি সে শোধরায়, তাহলে সে আরও বড় খেলোয়াড় হয়ে উঠবে।'

রিয়াল মাদ্রিদের খেলোয়াড়দের প্রতিক্রিয়া নিয়ে তিনি বলেন, 'তারা জানে ভিনিসিয়ুস কেমন, প্রায়ই সীমা ছাড়িয়ে যায়। তবে সে তাদের সতীর্থ, তাই তারা রক্ষা করবে, যেমন আমিও করতাম আমার সতীর্থদের জন্য।'