যুক্তরাষ্ট্রের কেনটাকিতে গুলিতে বহু হতাহত

By স্টার অনলাইন ডেস্ক
10 April 2023, 14:25 PM
UPDATED 10 April 2023, 20:41 PM

যুক্তরাষ্ট্রের কেনটাকি অঙ্গরাজ্যের লুইসভিল শহরে বন্দুকধারীর গুলিতে বহু হতাহতের ঘটনা ঘটেছে।

লুইসভিলের পুলিশের বরাত দিয়ে আজ বুধবার বিবিসি এ তথ্য জানিয়েছে। তবে এখনো হতাহতের সংখ্যা জানা যায়নি।

লুইসভিল মেট্রো পুলিশ বিভাগ টুইটারে জানিয়েছে, তারা এক 'সক্রিয় হামলাকারীকে' মোকাবিলা করছেন। জনসাধারণকে ইস্ট মেইনের একটি অংশ থেকে দূরে থাকতে বলা হয়েছে পুলিশের পক্ষ থেকে।

ঘটনাস্থলের ভিডিওতে দেখা গেছে, সশস্ত্র পুলিশ ওই এলাকার একটি বাণিজ্যিক ভবন ঘেরাও করে আছে। ফুটেজে ভাঙা কাঁচ, ফেলে দেওয়া চিকিৎসা সরঞ্জাম ও প্রচুর পুলিশের উপস্থিতি দেখা গেছে।

শিগগির এ বিষয়ে পুলিশ সংবাদ সম্মেলন করবে বলে আশা করা হচ্ছে।