টেক্সাসের শপিং মলে বন্দুকধারীর গুলিতে নিহত ১, আহত ৩

By স্টার অনলাইন ডেস্ক
16 February 2023, 06:12 AM
UPDATED 16 February 2023, 12:44 PM

যুক্তরাষ্টের টেক্সাস অঙ্গরাজ্যের এল পাসোতে বন্দুকধারীর গুলিতে ১ ব্যক্তি নিহত ও ৩ জন আহত হয়েছেন।

গতকাল বুধবার বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

পুলিশের মুখপাত্র রবার্ট গোমেজ সাংবাদিকদের জানান, ১ সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়েছে।

তবে স্থানীয় গণমাধ্যমে জানানো হয়েছে, বুধবার টেক্সাসের সিয়েলো ভিস্তা মলে হামলার অভিযোগে অপর ১ ব্যক্তিকেও কারা হেফাজতে নেওয়া হয়েছে। হামলার নেপথ্যের কারণ এখনো জানা যায়নি।

তদন্তের সুবিধার্থে পুলিশ এলাকাবাসীকে ঘটনাস্থল এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে।

গোমেজ জানান, পুলিশের ইউনিট এখন শপিং মলে তল্লাশি চালাচ্ছে এবং সাক্ষ্য-প্রমাণ জোগাড় করছে।

আহতদের বর্তমান অবস্থা সম্পর্কে তার কাছে কোনো তথ্য নেই বলে জানান গোমেজ।  

সিয়েলো ভিস্তা মলের পাশেই ওয়ালমার্টের একটি দোকান আছে, যেখানে ২০১৯ সালের ৩ আগস্ট এক বন্দুকধারী ব্যক্তি ২৩ ব্যক্তিকে গুলি করে হত্যা করেন।

১ সপ্তাহ আগেই টেক্সাসের বাসিন্দা এক ব্যক্তি ঐ 'ঘৃণা অপরাধে' তার নিজের দায় স্বীকার করে প্রাণভিক্ষা চেয়েছেন। যার ফলে তিনি মৃত্যুদণ্ড থেকে বেঁচে গেছেন। তবে অপর এক অঙ্গরাজ্যের বিচারে তিনি মৃত্যুদণ্ডে দণ্ডিত হতে পারেন।