নির্বাচনে ৩৫ হাজার বিজিবি সদস্য মোতায়েন থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় প্রায় ৩৫ হাজার বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
আজ সোমবার রাজধানীর পিলখানায় বিজিবি সদর দপ্তরে 'বিজিবি দিবস-২০২৫'-এর অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য জানান। তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন উপহার দিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ এবং সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে।
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি নিয়েছে। বিজিবিও প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। নিয়মিত অস্ত্র উদ্ধার অভিযান চলছে। প্রতিদিন দু-একটি করে অস্ত্র উদ্ধার হচ্ছে, কোনো কোনো দিন পাঁচটি পর্যন্ত বিদেশি পিস্তলও জব্দ করা হচ্ছে।
নির্বাচন বানচালের আশঙ্কার বিষয়ে তিনি বলেন, 'ফ্যাসিস্টরা' নির্বাচন ভন্ডুল করতে বোমা হামলার চেষ্টা চালাতে পারে। তবে সবার সহযোগিতায় একটি অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যায় জড়িত সন্দেহে মেঘালয়ে দুজনকে আটকের বিষয়ে ভারতীয় পুলিশের অস্বীকার করা নিয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এ বিষয়ে গতকাল রাতেই একটি বিবৃতি দেওয়া হয়েছে।
গতরাতে ডিএমপি জানায়, হাদি হত্যার মূল আসামিরা যে ভারতে পালিয়েছেন, তা বাংলাদেশে গ্রেপ্তারকৃতদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি ও সীমান্তের একাধিক সূত্রের তথ্যের ভিত্তিতে নিশ্চিত হওয়া গেছে। মেঘালয়ে ভারতীয় দুই নাগরিক (পুত্তি ও সামি) আটকের খবরটিও সীমান্তের গোয়েন্দা সূত্রের বরাতে দিয়েছিল ডিএমপি।
কেরানীগঞ্জের মাদ্রাসায় বিস্ফোরণের ঘটনা প্রসঙ্গে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ঘটনার মূল হোতা পলাতক থাকলেও তার এক সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া সন্দেহভাজনের স্ত্রীও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে রয়েছেন। মূল অপরাধীকে গ্রেপ্তারে অভিযান চলছে।
ওসমান হাদির মৃত্যুতে রাষ্ট্রীয় শোক পালিত হওয়ায় গত ২০ ডিসেম্বরের পরিবর্তে আজ ২৯ ডিসেম্বর বিজিবি দিবস পালন করা হয়। সকালে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী জাতীয় পতাকা উত্তোলন করেন এবং 'সীমান্ত গৌরব'-এ পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।