উপদেষ্টা পরিষদে পরিবর্তন নিয়ে কোনো আলোচনা হয়নি: প্রেস সচিব
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ছবি: সংগৃহীত
অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে পরিবর্তন নিয়ে সম্প্রতি কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
আজ বুধবার উপদেষ্টা পরিষদের বৈঠকের পর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
অতি সম্প্রতি স্বরাষ্ট্র উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী পদে রদবদল হতে পারে এমন খবর ছড়িয়ে পড়ে। এছাড়া জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে নতুন স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হতে পারে এমন খবরও পাওয়া যায়।
এ বিষয়ে সংবাদ সম্মেলন জানতে চাওয়া হলে প্রেস সচিব শফিকুল আলম বলেন, 'আমি এ বিষয় (উপদেষ্টা পরিষদে পরিবর্তন) সম্পর্কে জানি না এবং এ বিষয়ে কোনো আলোচনাও হয়নি।'