বাড্ডা লিংক রোডে বাসে আগুন

By স্টার অনলাইন রিপোর্ট
12 December 2025, 16:37 PM
UPDATED 12 December 2025, 22:46 PM

রাজধানীর বাড্ডা লিংক রোডে দেওয়ান পরিবহনের একটি বাসে আগুন লেগেছে।  

আজ শুক্রবার রাত ৭টা ৪৫ মিনিটে এই ঘটনা ঘটে। দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মো. শাহজাহান হোসেন।

তিনি বলেন, সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে খবর পায় ফায়ার সার্ভিস। পরে দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। কিন্তু ইউনিটগুলো সেখানে পৌঁছানোর আগেই বাসের আগুন নিভে যায়।