বাড্ডায় বাসে আগুন

By স্টার অনলাইন রিপোর্ট
14 December 2025, 15:49 PM

রাজধানীর উত্তর বাড্ডায় এক যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

আজ রোববার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করছেন বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিরুল ইসলাম।

তিনি বলেন, অছিম পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়েছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। 

এর আগে গতকাল শুক্রবার রাতে বাড্ডা লিংক রোড এলাকায় দেওয়ান পরিবহনের চলন্ত একটি বাসে আগুন দেওয়া হয়। এতে কেউ হতাহত হননি।