মেট্রোরেলের বৈদ্যুতিক তারে কাপড়, ১৫ মিনিট বন্ধ থাকল ট্রেন
মেট্রোরেল। ছবি: প্রবীর দাশ/স্টার
মেট্রোরেলের লাইনের ওপরের বৈদ্যুতিক তারে কাপড় পড়ায় কিছুক্ষণ বন্ধ ছিল ট্রেন চলাচল।
পরে সেই কাপড় সরানোর পর আবার ট্রেন চলাচল শুরু হয়েছে।
আজ বুধবার দুপুরে মেট্রোরেল কর্তৃপক্ষ এক বার্তায় এ তথ্য জানায়।
কর্তৃপক্ষ জানায়, উত্তরা উত্তর ও উত্তরা দক্ষিণ স্টেশনের মাঝে মেট্রোরেলের লাইনের ওপরের বৈদ্যুতিক তারে কাপড় পড়ে। এ কারণে দুপুর ১২টা ২২ মিনিটের দিকে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। পরে সেই কাপড় সরানোর পর ১২টা ৩৭ মিনিট থেকে ট্রেন চলাচল শুরু হয়েছে।
যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য মেট্রোরেল কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে।