নরসিংদীতে বাড়ির সানশেড ভেঙে শিশুর মৃত্যু, আহত ৩

By স্টার অনলাইন রিপোর্ট
21 November 2025, 08:52 AM
UPDATED 21 November 2025, 17:20 PM

ভূমিকম্পে নরসিংদী সদরের গাবতলী এলাকায় বাড়ির সানশেড ভেঙে দশ বছরের শিশু ওমর নিহত হয়েছে। এছাড়া তার বাবা দেলোয়ার হোসেন উজ্জ্বল ও দুই বোন আহত হয়েছেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ভূমিকম্পের পর বাবা-ছেলেকে আহত অবস্থায় হাসপাতালে আনা হলে চিকিৎসক ছেলেকে মৃত ঘোষণা করেন। বাবা হাসপাতালে চিকিৎসাধীন।

হাসপাতালে থাকা ওমরের চাচা জাকির হোসেন জানান, ভূমিকম্পের সময় দেলোয়ার হোসেন ওমরসহ তিন সন্তানকে নিয়ে বাইরে যাচ্ছিলেন। এ সময় বাড়ির সানশেড ভেঙে তাদের ওপর পড়ে। পরে স্থানীয়রা তাদের নরসিংদী সদর হাসপাতালে নেন। সেখান থেকে বাবা ও ছেলেকে ঢাকা মেডিকেলে আনা হলে চিকিৎসক ওমরকে মৃত ঘোষণা করেন। দেলোয়ারের দুই মেয়ে নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসাধীন।

তিনি আরও জানান, তাদের বাড়ি কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলায় উত্তর পাড়া গ্রামে। তবে তারা নরসিংদী গাবতলী এলাকায় ভাড়া থাকত।