‘পার্শ্ববর্তী দেশ অনেক সময় অনেক গুজব ছড়ায়, সত্য প্রকাশ করে দিবেন’

By নিজস্ব সংবাদদাতা, গাজীপুর
5 November 2025, 09:00 AM

পার্শ্ববর্তী দেশ অনেক সময় অনেক গুজব ছড়ায় এবং সাংবাদিকরা সত্য প্রকাশ করায় গুজব অনেক কমে গেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

আজ বুধবার দুপুর ১২টায় গাজীপুর জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং কৃষি উৎপাদন, সার, বীজ ও সেচ ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

গণমাধ্যমের উদ্দেশ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, 'আপনারা সবসময় সত্য ঘটনা প্রকাশ করবেন। পার্শ্ববর্তী দেশ যদি মিথ্যা বলে, তাহলে আপনারা সত্য প্রকাশ করে দিবেন। এই কাজটা আপনারা করে যাচ্ছেন, ভবিষ্যতেও করবেন।'

দুর্নীতি ও মাদককে সমাজের সবচেয়ে বড় সমস্যা উল্লেখ করে এর থেকে পরিত্রাণের জন্য সবার সহযোগিতা চেয়েছেন তিনি। বলেন, 'আমরা সমাজ থেকে কীভাবে এগুলো দূর করতে পারি? মাদক সর্বত্র ছড়িয়ে গেছে। যদি সবাই সহযোগিতা করতে না পারি, দিন দিন মাদক বেড়ে যাচ্ছে। সবাইকে সচেতন হতে হবে। একটা ঘটনা ঘটে যাওয়ার আগেই প্রতিকার হলে সুবিধা।'

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, 'আমাদের জাতীয় নির্বাচন আগামী ফেব্রুয়ারি মাসে। গাজীপুরে আমাদের কিছু সমস্যা রয়েছে।'

'গাজীপুর শিল্প এলাকা—বহু মানুষের কর্মস্থল এবং কর্মসংস্থানের জন্য আসা-যাওয়া করে' উল্লেখ করে তিনি বলেন, 'এখানে চাঁদাবাজ নিয়ন্ত্রণের বিষয়ে আলোচনা হয়েছে। এসব বিষয়ে সবার সহযোগিতা প্রয়োজন।'

নির্বাচন বিষয়ে তিনি বলেন, 'বাংলাদেশের আগামী নির্বাচন হবে সুষ্ঠু, গ্রহণযোগ্য ও উৎসবমুখর। নির্বাচন বিষয়ে বাংলাদেশে কোনো ধরনের হুমকি নেই।'

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, 'কোনো দল নিয়ে আমাদের কোনো নির্দেশনা নেই। নির্বাচনে কতগুলো ফ্যাক্টর রয়েছে। মেইন ফ্যাক্টর হলো জনগণ। জনগণ যখন নির্বাচনমুখী হয়ে যাবে, তখন কেউ কোনো কিছু চেষ্টা করলেও করতে পারবে না। যারা নির্বাচনে অংশগ্রহণ করবে, তাদের একটা বিরাট কাজ আইনশৃঙ্খলা রক্ষা করার বিষয়ে; নির্বাচন কমিশনের বড় ধরনের কাজ রয়েছে; যারা প্রশাসনে রয়েছে তাদের একটা বড় ধরনের কাজে রয়েছে। এ জন্য সবাই একসঙ্গে কাজ করলে কোনো সমস্যা হবে না।'

গাজীপুরে পুলিশের সংখ্যা কম জানিয়ে তিনি বলেন, 'ইতোমধ্যে কিছু পুলিশ নিয়োগ দেওয়া হচ্ছে। তাছাড়া অতিরিক্ত পুলিশ দেওয়া হচ্ছে। নির্বাচনের সময় আরও পুলিশ দেওয়া হবে।'

তিনি আরও বলেন, 'দুষ্কৃতিকারীরা অনেক কিছু বলবে। দুষ্কৃতিকারীরা যাতে কোনো রকম কার্যক্রম চালাতে না পারে, সেজন্য আপনাদের সহযোগিতা চাই।'