অবশেষে মোহাম্মদপুর থানার ওসি আলী ইফতেখারকে বদলি

By স্টার অনলাইন রিপোর্ট
24 August 2025, 11:26 AM

অবশেষে বদলি করা হয়েছে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার হাসানকে।

আজ রোববার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, আলী ইফতেখারকে পুলিশের গোয়েন্দা শাখায় (ডিবি) এবং শাহ আলী থানার ওসি কাজী মো. রফিকুল আহমেদকে মোহাম্মদপুর থানার নতুন ওসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এদিকে, ডিএমপির পরিবহন বিভাগের পরিদর্শক গোলাম আজমকে শাহ আলী থানার নতুন ওসি করা হয়েছে।

এ বছরের ফেব্রুয়ারির শুরুতে ছিনতাই, কিশোর গ্যাংয়ের কার্যকলাপ এবং অন্যান্য অপরাধ বৃদ্ধি হলে মোহাম্মদপুর থানার ওসিকে অপসারণের দাবিতে বিক্ষোভ করে এলাকাবাসী।

গত মাসে ছিনতাইয়ের অভিযোগ দিতে গিয়ে মোহাম্মদপুর থানার ওসিসহ বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তার অসদাচরণের অভিযোগ আনেন এক ভুক্তভোগী।

ওই ঘটনায় পরে ৪ পুলিশ সদস্যকে অপসারণ করা হলেও, ওসি ইফতেখার স্বপদে বহাল ছিলেন।