তাজিয়া মিছিলে ‘হায় হোসেন, হায় হোসেন’ মাতম

By স্টার অনলাইন রিপোর্ট
6 July 2025, 09:01 AM
UPDATED 6 July 2025, 15:14 PM

আজ ১০ মহররম। সারাবিশ্বের মুসলিম উম্মাহর জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও শোকাবহ একটি দিন। দিনটি পবিত্র আশুরা নামে পরিচিত। 

হিজরি ৬১ সনের এই দিনে সত্য ও ন্যায়ের পক্ষে যুদ্ধ করতে গিয়ে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র হজরত ইমাম হোসাইন (রা.) এবং তার পরিবারের সদস্যরা কারবালার ময়দানে ইয়াজিদের সৈন্যদের হাতে শহীদ হন।

514959560_1405264387392616_4974299550826071231_n.jpg
ছবি: আনিসুর রহমান/স্টার

শান্তি ও সম্প্রীতির ধর্ম ইসলামের মহান আদর্শকে সমুন্নত রাখতে হজরত ইমাম হোসাইন (রা.)–এর আত্মত্যাগ মানবতার ইতিহাসে সমুজ্জ্বল হয়ে আছে। 

516089884_1956704618434351_3302256353104372030_n.jpg
ছবি: আনিসুর রহমান/স্টার

কারবালার শোকাবহ ঘটনা অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হতে এবং সত্য ও সুন্দরের পথে চলতে প্রেরণা জোগায়।

515677283_1273450681024688_2385554670656830318_n.jpg
ছবি: আনিসুর রহমান/স্টার

ধর্মপ্রাণ মুসলমানরা নফল রোজা, নামাজ ও জিকির-আসকারের মধ্য দিয়ে দিনটি পালন করেন। আশুরা উপলক্ষে আজ রোববার সরকারি ছুটি। 

515201043_1434603440888504_1261533548273849390_n.jpg
ছবি: আনিসুর রহমান/স্টার

কালো পাঞ্জাবি পরে, খালি পায়ে, মাথায় কালো পতাকা বেঁধে 'হায় হোসেন, হায় হোসেন' মাতম তুলে রাজধানীতে বের হয় তাজিয়া মিছিল। 

514345706_1839939439904972_127723610023128548_n.jpg
ছবি: আনিসুর রহমান/স্টার

সকাল ১০টার দিকে পুরান ঢাকার হোসেনি দালান থেকে শিয়া সম্প্রদায়ের উদ্যোগে এই মিছিল বের হয়। এতে অংশ নেন হাজারো মানুষ।

516079950_631092973333448_4841585847502660378_n.jpg
ছবি: আনিসুর রহমান/স্টার

সরেজমিনে দেখা যায়, মিছিলে অনেকের হাতে ছিল নিশান, আলম, দুলদুল ঘোড়া। মিছিলটি হোসেনি দালান থেকে শুরু হয়ে বকশীবাজার, উর্দু রোড, লালবাগ, আজিমপুর, নীলক্ষেত, নিউমার্কেট, সায়েন্স ল্যাব হয়ে ধানমন্ডিতে গিয়ে শেষ হয়।

514836463_1030768552155892_1526914140788846651_n.jpg
ছবি: আনিসুর রহমান/স্টার

এসময় মিছিলের সামনে-পেছনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক উপস্থিতি দেখা গেছে।