বাংলাদেশ ছাড়া অন্য কোনো দেশের জাতীয়তা আমার নেই: খলিলুর রহমান

By স্টার অনলাইন রিপোর্ট
21 May 2025, 09:39 AM
UPDATED 21 May 2025, 15:53 PM

অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান বলেছেন, বাংলাদেশ ছাড়া অন্য কোনো দেশের জাতীয়তা তার নেই।

আজ বুধবার দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

সম্প্রতি খলিলুর রহমানের নাগরিকত্ব নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা-সমালোচনা হয়। 

সংবাদ সম্মেলনে এ প্রসঙ্গ তুলে ড. খলিলুর রহমান বলেন, 'আমার জাতীয়তা নিয়ে আলোচনা চলছে। আমার একটাই জাতীয়তা, বাংলাদেশি।'

তিনি আরও বলেন, 'আমি আমার পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে থেকেছি। কিন্তু আমার আমেরিকান পাসপোর্ট নেই। বাংলাদেশ ছাড়া অন্য কোনো দেশের জাতীয়তা আমার নেই।'

'যুক্তরাষ্ট্রে থাকার কারণে যদি আমাকে বলা হয় বিদেশি নাগরিক, তাহলে কাল তো তারেক রহমানকেও বলবে। আমি আবেদন করব একটু বুঝে কথা বলবেন। যদি আমাকে ঢিল নিক্ষেপ করেন, সেই ঢিল কিন্তু অন্যের উপর গিয়েও পড়তে পারে,' বলেন তিনি।

খলিলুর রহমান আরও বলেন, 'আমি যেটা নই, আমাকে সেটা বানাবেন না প্লিজ। পারলে প্রমাণ করেন, আদালতে গিয়ে প্রমাণ করেন। আমার একটা অধিকার আছে বাংলাদেশের নাগরিক হিসেবে। সেই অধিকার যদি আপনারা রক্ষা না করেন, সেটি যে কারও ওপর প্রযোজ্য হতে পারে।'