ঈদে রেলের অগ্রিম টিকিট বিক্রি শুরু ১৪ মার্চ

By স্টার অনলাইন রিপোর্ট
9 March 2025, 13:58 PM

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে আগামী ১৪ মার্চ থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করবে বাংলাদেশ রেলওয়ে।

আজ রোববার রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের সঙ্গে বৈঠকের পর রেলওয়ের মহাপরিচালক আফজাল হোসেন এ ঘোষণা দেন।

তিনি জানান, আগামী ১৪ মার্চ পাওয়া যাবে ট্রেনের ২৪ মার্চের টিকিট। ২৫, ২৬, ২৭, ২৮, ২৯, ৩০ মার্চের টিকিট পাওয়া যাবে যথাক্রমে ১৫, ১৬, ১৭, ১৮, ১৯ ও ২০ মার্চ।

বিগত বছরগুলোর মতো অগ্রিম সব টিকিট অনলাইনে বিক্রি করা হবে।

ঈদের পরের ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ২৪ মার্চ থেকে। সেদিন ৩ এপ্রিলের টিকিট বিক্রি হবে।

এ বছর রেলওয়ে ঈদ উপলক্ষ্যে বিভিন্ন রুটে মোট ৫ জোড়া বিশেষ ট্রেন পরিচালনা করবে।