বগুড়ায় এসপির বাসভবনের ফটকে ককটেল বিস্ফোরণ

By নিজস্ব সংবাদদাতা, বগুড়া
15 November 2023, 16:56 PM

দ্বাদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার পর আজ বগুড়ার শহরের বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এর মধ্যে ৯ টা ৮মিনিটে পুলিশ সুপারের বাসভবনের ফটকে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।

জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আখতার বলেন, দুর্বৃত্তরা একটি মোটরসাইকেল নিয়ে এসে এসপি স্যারের গেটে বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে গেছে। তবে এই ঘটনায় কেউ আহত হয়নি।