রাঙ্গামাটিতে বন্য হাতির আক্রমণে ১ জনের মৃত্যু

By নিজস্ব সংবাদদাতা,রাঙ্গামাটি
29 May 2023, 14:02 PM

রাঙ্গামাটির বরকল উপজেলার কুরকুটিছড়ি এলাকায় বন্য হাতির আক্রমণে এক ব্যক্তি মারা গেছেন।  

আজ সোমবার ভোরের দিকে এ ঘটনা ঘটে। বরকল থানার ওসি নাসির উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃত ব্যক্তির নাম আব্দুল মালেক (৫৪)।  

স্থানীয়রা জানান, ভোরের দিকে কুরকুটিছড়ি গ্রামের আব্দুল মালেক ফজরের নামাজ পড়তে যান। সেখান থেকে ফেরার পথে পেছন থেকে বন্য হাতি আক্রমণ করলে তিনি ঘটনাস্থলে মারা যান।

২ নম্বর বরকল ইউনিয়নের ৭,৮,৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত আসনের সদস্য সুরভী আক্তার বলেন, 'আব্দুল মালেক ফজরের নামাজ পড়তে যাওয়ার পর ফিরে না আসায় পরিবারের লোকজন খোঁজাখুজি শুরু করেন। এক পর্যায়ে নদীর ঘাট থেকে তার মরদেহ উদ্ধার করেন তারা।'