চট্টগ্রামে ভোট চলাকালে গুলি, সেই শামীমকে আটক করেছে র‌্যাব

By স্টার অনলাইন রিপোর্ট
8 January 2024, 16:32 PM

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলাকালে চট্টগ্রামের খুলশী এলাকায় পাহাড়তলী কলেজ ভোটকেন্দ্রের কাছে দুই গ্রুপের সংঘর্ষের সময় গুলিবর্ষণকারী শামীম আজাদ ওরফে ব্লেড শামীমকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন আজ সোমবার রাতে দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সীতাকুণ্ড থেকে শামীমকে বিদেশি আগ্নেয়াস্ত্রসহ আটক করা হয়েছে।