মোহাম্মদপুরে মা–মেয়েকে ছুরিকাঘাতে হত্যা

By স্টার অনলাইন রিপোর্ট
8 December 2025, 06:52 AM
UPDATED 8 December 2025, 13:52 PM

ঢাকার মোহাম্মদপুরে এক নারী ও তার মেয়েকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে।

আজ সোমবার সকালে মোহাম্মদপুরের শাহজাহান রোডে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহতরা হলেন—লায়লা আফরোজ (৪৮) এবং তার মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিজ (১৫)।

মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার আবদুল্লাহ আল মামুন দ্য ডেইলি স্টারকে এসব তথ্য জানান।

তিনি বলেন, 'খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই।'

নিহত কিশোরীর চাচাতো বোন নূরেম মাহপরার ভাষ্য অনুযায়ী, ঘটনার সময় নিহত মা ও মেয়ে দু'জনই বাসায় ছিলেন। তবে নাফিসার বাবা এ. জেড. আজিজুল ইসলাম কর্মস্থলে ছিলেন। তিনি একটি ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষক।

ওই গৃহকর্মী চারদিন আগে কাজে যোগ দেন উল্লেখ করে নূরেম মাহপরার বলেন, 'সিসিটিভি ফুটেজে দেখা গেছে, হত্যাকাণ্ডের পর নাফিসার স্কুল ইউনিফর্ম পরে বাসা থেকে পালিয়ে যায় ‍গৃহকর্মী। তবে হত্যার উদ্দেশ্য কী ছিল, আমরা জানি না। পুলিশ তদন্ত করছে।'

নিহতদের আরেক আত্মীয় বলেন, 'বাড়ির গৃহকর্মীই তাদের ছুরিকাঘাত করেছে বলে আমাদের ধারণা। সকালে ফ্ল্যাটে গিয়ে দেখি ঘরের মধ্যে তাদের মরদেহ পড়ে আছে।'

মরদেহ সোহরাওয়ারর্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানান ওই আত্মীয়।