মোহাম্মদপুরে মা-মেয়েকে হত্যা: ৬ দিনের রিমান্ডে গৃহকর্মী আয়েশা

By স্টার অনলাইন রিপোর্ট
11 December 2025, 10:56 AM

রাজধানীর মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা-মেয়েকে হত্যার ঘটনায় করা মামলায় গৃহকর্মী আয়েশাকে ৬ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

একই মামলায় আয়েশার স্বামী রাব্বির ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ বুধবার তাদের আদালতে হাজির করা হলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম এ আদেশ দেন।

গত সোমবার সকালে লায়লা আফরোজ ও তার মেয়ে নবম শ্রেণির শিক্ষার্থী নাফিসা লাওয়াল বিনতে আজিজকে কুপিয়ে হত্যা করা হয়।

গতকাল ঝালকাঠি থেকে অভিযুক্ত গৃহকর্মী আয়েশা ও তার স্বামীকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ জানায়, টাকা চুরি করে ধরা পড়ায় মা-মেয়েক ছুরিকাঘাতে হত্যা করেন গৃহকর্মী আয়েশা।

গ্রেপ্তার আয়েশা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন যে, চুরি করার উদ্দেশ্যেই তিনি ওই বাড়িতে কাজ নেন এবং ধরা পড়ায় দুই হাতে দুটি ছুরি নিয়ে গৃহকর্ত্রী ও তার মেয়েকে কুপিয়ে হত্যা করেন।

তদন্ত সংশ্লিষ্টরা আরও জানান, সোমবার সকালে শাহজাহান রোডের ফ্ল্যাটে আয়েশা যখন আসেন, তখন সঙ্গে একটি ছুরি নিয়ে আসেন। রান্নাঘর থেকে তিনি আরও একটি ছুরি নেন।

পুলিশ জানায়, ধস্তাধস্তির একপর্যায়ে আয়েশা গৃহকর্ত্রী লায়লা আফরোজকে সুইচ গিয়ার দিয়ে এলোপাতারি ছুরিকাঘাত করে। এ সময় লায়লার স্কুলপড়ুয়া মেয়ে নাফিসা এগিয়ে এলে তাকেও ছুরিকাঘাত করা হয়। ছুরিকাঘাতের ফলে অতিরিক্ত রক্তক্ষরণে মা-মেয়ে দুজনই নিহত হন।

এ ঘটনায় নিহত লায়লার স্বামী ও ইংরেজি মাধ্যম স্কুলের শিক্ষক এজেডএম আজিজুল ইসলাম আয়েশাকে আসামি করে মামলা দায়ের করেছেন।