গাজীপুরে পেট্রোল বোমাসহ গ্রেপ্তার ২

By নিজস্ব সংবাদদাতা, গাজীপুর
16 November 2025, 11:54 AM

গাজীপুরের টঙ্গী মন্নু টেক্সটাইল মিলস উচ্চ বিদ্যালয়ের পাশের এম.টি টায়ার সেন্টারের সামনে থেকে একটি পেট্রোল বোমাসহ ২ যুবককে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলেন— ফেনীর পশুরাম থানার মৃত আবুল খায়েরের ছেলে আব্দুর রহিম (২৫) ও ঢাকার তুরাগ থানার সুমন মিয়ার ছেলে মো. মবিন (২১)।

আজ রোববার দুপুরে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনুর রশিদ দ্য ডেইলি স্টারকে জানান, ভোররাত ৩টার দিকে তাদের আটক করা হয়। তাদের কাছ থেকে একটি পেট্রোল বোমা উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় টঙ্গী পশ্চিম থানা পুলিশ বাদী হয়ে মামলা করেছে।

ওসি জানান, আটককৃত আসামীদের দেহ তল্লাশি করে একজনের কাছে একটি পেট্রোল বোমা ও আরেকজনের কাছ থেকে ৩৩০ এমএল পানির বোতল ভর্তি পেট্রোল উদ্ধার করা হয়েছে।

ওসি বলেন, 'প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা অজ্ঞাতনামা আরও অনেক দুষ্কৃতিকারী সংঘবদ্ধ হয়ে ১৭ ডিসেম্বর মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার রায় ঘোষণাকে কেন্দ্র করে জনমনে আতঙ্ক সৃষ্টির লক্ষ্যে পেট্রোল ও পেট্রোল বোমা দিয়ে টঙ্গী এলাকায় যানবাহনে আগুন দেওয়ার উদ্দেশ্যে এসেছিলেন।'