সহিংসতা-নাশকতা: দেশের সব বিমানবন্দরে বিশেষ সতর্কতা জারি

By স্টার অনলাইন রিপোর্ট
11 November 2025, 16:44 PM

দেশজুড়ে চলমান সহিংসতা ও নাশকতামূলক কর্মকাণ্ডের প্রেক্ষাপটে দেশের সব বিমানবন্দরে বিশেষ সতর্কতা জারি করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

আজ মঙ্গলবার দেশের সব বিমানবন্দর কর্তৃপক্ষকে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে।

এতে বলা হয়, সব বিমানবন্দরে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে ২৪ ঘণ্টা নজরদারি নিশ্চিত করতে হবে।

এছাড়া, বিমানবন্দর এলাকায় সব ধরনের টহল ও মনিটরিং কার্যক্রম জোরদার করা হয়েছে। 

সম্ভাব্য যেকোনো পরিস্থিতি মোকাবিলায় তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার জন্য প্রয়োজনীয় প্রস্তুতিও রাখা হয়েছে।

একইসঙ্গে প্রতিটি বিমানবন্দরে সর্বোচ্চ সংখ্যক নিরাপত্তাকর্মী মোতায়েনের নির্দেশনা দেওয়া হয়েছে চিঠিতে।

জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দিতে অগ্নি-নিরাপত্তা নজরদারিও বাড়ানো হয়েছে।

যোগাযোগ করা হলে বেবিচকের জনসংযোগ শাখার সহকারী পরিচালক মোহাম্মদ কাউছার মাহমুদ ডেইলি স্টারকে বলেন, 'যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।'

'জনস্বার্থে সবাইকে সতর্ক থাকার এবং সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থাগুলোর সঙ্গে সমন্বিতভাবে কাজ করার অনুরোধ জানানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সব বিমানবন্দরকে চিঠি পাঠানো হয়েছে,' বলেন তিনি।