জামিন পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

By স্টার অনলাইন রিপোর্ট
30 April 2025, 09:15 AM
UPDATED 30 April 2025, 15:55 PM

জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহের মামলায় সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে জামিন দিয়েছেন আদালত।

আজ বুধবার বিচারপতি মো. আতোয়ার রহমান খান ও মো. আলী রেজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তার জামিন আবেদন মঞ্জুর করেন।

চিন্ময়ের আইনজীবী প্রলাদ দেবনাথ দ্য ডেইলি স্টারকে বলেন, 'হাইকোর্টের আদেশের পর তিনি কারাগার থেকে মুক্তি পাবেন বলে আশা করা হচ্ছে, যদি না সুপ্রিম কোর্টের আপিল বিভাগ হাইকোর্টের রায় স্থগিত করেন।'

গত ২৩ এপ্রিল চিন্ময়ের আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য তার মক্কেলকে জামিন দিতে হাইকোর্ট বেঞ্চের কাছে আবেদনে জানান যে,  চিন্ময় অসুস্থ এবং বিনা বিচারে কারাভোগ করছেন।

তবে হাইকোর্ট তখন তার জামিন মঞ্জুর করেননি।

গত বছরের ৩১ অক্টোবর চট্টগ্রাম নগরের চান্দগাঁও মোহরা ওয়ার্ড বিএনপির তৎকালীন সাধারণ সম্পাদক ফিরোজ খান বাদী হয়ে কোতোয়ালি থানায় চিন্ময় কৃষ্ণ দাসসহ ১৯ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা করেন। পরে ফিরোজ খানকে বিএনপি থেকে অব্যাহতি দেওয়া হয়। এ মামলায় চিন্ময় কৃষ্ণসহ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়।