অপারেশন ডেভিল হান্টে বৃহস্পতিবার গ্রেপ্তার ৪৯২

By স্টার অনলাইন রিপোর্ট
20 February 2025, 16:47 PM

অপারেশন ডেভিল হান্ট অভিযানে সারাদেশে ৪৯২ জনকে গ্রেপ্তার করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এছাড়া, অন্যান্য মামলায় পরোয়ানাভুক্ত এক হাজার ২৬০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সব মিলিয়ে সারাদেশে গ্রেপ্তার হয়েছেন এক হাজার ৭৫২ জন।

আজ বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তর গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছে।

অভিযানে দুটি দেশীয় পাইপ গান, ছয় রাউন্ড কার্তুজ, একটি চাপাতি ও একটি রামদা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এর আগে বুধবার অপারেশন ডেভিল হান্টে ৫৩২ জনকে গ্রেপ্তার করা হয়। একইদিন অন্যান্য মামলার আসামি মিলিয়ে মোট এক হাজার ৫৮৩ জনকে গ্রেপ্তার করা হয়।

দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে গত ৮ ফেব্রুয়ারি সারাদেশে 'অপারেশন ডেভিল হান্ট' পরিচালনার সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার।