বাসের ব্রেক ফেল, ২০ পুলিশ সদস্য আহত

By নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
31 October 2025, 13:09 PM

চট্টগ্রামের দামপাড়ায় বাস ব্রেক ফেল করে অন্তত ২০ পুলিশ সদস্য আহত হয়েছে।

আজ শুক্রবার দুপুরে জুমার নামাজের পর চট্টগ্রামের দামপাড়া পুলিশ লাইনে এ দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপকমিশনার ফয়সাল আহমেদ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, বাসটি স্টেডিয়ামের দিকে যাওয়ার সময় পুলিশ লাইনের প্রধান ফটকের ঢালু অংশে নামার সময় চালক হঠাৎ নিয়ন্ত্রণ হারান। তখন ব্রেক ফেল করে বাসটি দেয়ালে ধাক্কা খায়। এতে বাসে থাকা পুলিশ সদস্যরা আহত হন।

আহতদের দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের বিভাগীয় পুলিশ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

উপকমিশনার ফয়সাল আহমেদ বলেন, 'বাসটি ব্রেক ফেল করলে পুলিশ সদস্যরা আহত হন। তাদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়।'

দুর্ঘটনার পর দামপাড়া পুলিশ লাইনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, বাসটির যান্ত্রিক ত্রুটির কারণেই এ দুর্ঘটনা ঘটে।