এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় থেমে থাকা প্রাইভেট কার-মাইক্রোবাসে বাসের ধাক্কা, নিহত ৫

By নিজস্ব সংবাদদাতা, মুন্সীগঞ্জ
27 December 2024, 08:17 AM
UPDATED 27 December 2024, 18:59 PM

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে এক দুর্ঘটনায় নারী-শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন।

আজ শুক্রবার সকাল সোয়া ১১টার দিকে এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজার কাছে এ দুর্ঘটনা ঘটে।

মুন্সিগঞ্জ কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াছিন মুন্সী দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ বলছে, টোলপ্লাজায় থেমে থাকা একটি প্রাইভেট কার, মাইক্রোবাস ও মোটরসাইকেলকে পেছন থেকে বেপারি পরিবহনের একটি যাত্রীবাহী বাস ধাক্কা দিলে প্রাণহানির এই ঘটনা ঘটে।

বিষয়টি নিয়ে হাসাড়া হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী বলেন, 'ধলেশ্বরী টোলপ্লাজায় দাঁড়িয়ে থাকা প্রাইভেট কারে পেছন দিকে যাত্রীবাহী বাসটি ধাক্কা দেয়। এতে সামনে থাকা আরেকটি মাইক্রোবাস ও মোটরসাইকেলে ধাক্কা লাগলে আরোহীরা গুরুতর আহত হন।'

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা দেওয়ান আজাদ হোসেন বলেন, 'দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। সেখান থেকে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠাই। পরে জানতে পারি নারী ও শিশুসহ ৫ জন নিহত হয়েছেন।'