স্বাস্থ্যগত কারণে জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন কেজরিওয়ালের

By নিজস্ব প্রতিবেদক, নয়াদিল্লি
27 May 2024, 06:41 AM
UPDATED 27 May 2024, 12:58 PM

দেড় মাসেরও বেশি সময় জেলে থাকার পর ২ জুন পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিনে মুক্তি পান দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। স্বাস্থ্যগত কারণ দেখিয়ে জামিনের মেয়াদ আরও সাত দিন বাড়ানোর জন্য তিনি ভারতের সুপ্রিম কোর্টের কাছে আবেদন জানিয়েছেন।

আজ সোমবার এই তথ্য জানিয়েছেন দ্য ডেইলি স্টারের নয়াদিল্লি সংবাদদাতা।

আম আদমি পার্টির প্রতিষ্ঠাতা ও নেতা কেজরিওয়াল  জানান, কারাগারে আটক অবস্থায় তার ওজন সাত কেজি কমেছে।

ভারতের শীর্ষ আদালত গত ১০ মে তাকে ২১ দিনের অন্তর্বর্তীকালীন জামিন দেয়। চলমান লোকসভা নির্বাচনের প্রচারণায় অংশ নেওয়ার জন্য তাকে এই জামিন দেওয়া হয়।

তবে জামিনে মুক্ত থাকা অবস্থায় তাকে তার নিজস্ব কার্যালয় অথবা দিল্লির সচিবালয়ে যাওয়ার ওপর বিধিনিষেধ আরোপ করে আদালত। এ ছাড়া, অত্যন্ত জরুরি না হলে কোনো আনুষ্ঠানিক ফাইলেও সাক্ষর না দেওয়ার কথা উল্লেখ করা হয়।

লোকসভা নির্বাচনের শেষ ধাপের ভোট ১ জুন শুরু হবে। এই ধাপের ভোট গণনা শুরু হবে ৪ জুন।

দুর্নীতির অভিযোগে কেজরিওয়ালকে গ্রেপ্তার করা হয়।

দিল্লি সরকারের ২০২১-২২ এর আবগারি নীতি প্রণয়ন ও বাস্তবায়নের সময় দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ আনা হয়েছে অরবিন্দ কেজরিওয়াল ও তার রাজনৈতিক দল আম আদমি পার্টির একাধিক নেতার বিরুদ্ধে। এই নীতি পরবর্তীতে বাতিল করা হয়।