দিল্লিতে শিশু হাসপাতালে আগুন, ৭ নবজাতকের মৃত্যু

By স্টার অনলাইন ডেস্ক
26 May 2024, 04:23 AM

ভারতের দিল্লিতে একটি শিশু হাসপাতালে অগ্নিকাণ্ডে অন্তত সাত নবজাতকের মৃত্যু হয়েছে।

দিল্লি ফায়ার সার্ভিসের বরাতে এনডিটিভি জানায়, পূর্ব দিল্লির বিবেক বিহার এলাকার একটি শিশু পরিচর্যা কেন্দ্রে শনিবার স্থানীয় সময় রাত সাড়ে ১১টার দিকে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

ভবনের প্রথম তলা থেকে ১২ নবজাতককে উদ্ধার করা হলেও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাত জন মারা যায় বলে জানানো হয়েছে।

বর্তমানে পাঁচ শিশু হাসপাতালে চিকিৎসাধীন।

আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।

আগুনের ঘটনায় হাসপাতালের মালিকের বিরুদ্ধে মামলা হয়েছে।

গতকাল বিকেলে ভারতের গুজরাটে একটি গেমিং জোনে অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ৩২ জন মারা গেছে। যাদের মধ্যে ৯ জনই শিশু।