দেশে আর্সেনিক রোগীর সংখ্যা ৬৫ হাজার ৯১০ জন: স্বাস্থ্যমন্ত্রী

By স্টার অনলাইন রিপোর্ট
5 February 2023, 15:40 PM

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, বর্তমানে দেশে আর্সেনিক রোগে আক্রান্ত রোগীর সংখ্যা প্রায় ৬৫ হাজার ৯১০ জন। ২০১২ সালের সর্বশেষ খানা তল্লাশি হিসাব অনুযায়ী এ তথ্য তৈরি করা হয়েছে।

আজ রোববার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সরকার দলীয় সংসদ সদস্য মামুনুর রশীদ কিরনের প্রশ্নের জবাবে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, 'ব্যাপক জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনার কারণে জনগণের মাঝে সচেতনা সৃষ্টি হয়েছে। মানুষ আর্সেনিক মুক্ত নিরাপদ পানি পান করেছে। ফলে বর্তমানে আর্সেনিক বিষক্রিয়ায় আক্রান্ত রোগী কমেছে।'

আর্সেনিক রোগীর চিকিৎসায় সরকার আন্তরিক উল্লেখ করে জাহিদ মালেক বলেন, 'তাদের চিকিৎসার জন্য সরকার দেশের সব সরকারি হাসপাতালে মাল্টিভিটামিন জাতীয় ওষুধ, ভিটামিন এ ক্যাপসুল, অ্যান্টি-অক্সিডেন্ট, স্যালিসাইলেট ক্রিম বিতরণসহ অন্যান্য সুলভ চিকিৎসা নিশ্চিত করছে।'