আন্ধার সিনেমায় সিয়ামকে যেভাবে দেখবেন দর্শক

শাহ আলম সাজু
শাহ আলম সাজু
4 December 2025, 10:03 AM
শিগগিরিই মুক্তি পেতে যাচ্ছে রায়হান রাফী পরিচালিত সিয়ামের নতুন সিনেমা আন্ধার। নতুন সিনেমা মুক্তির আগে দ্য ডেইলি স্টারের সঙ্গে কথা বলেন এই অভিনেতা।

ঢাকাই সিনেমার দর্শকপ্রিয় নায়ক সিয়াম আহমেদ। শিগগিরিই মুক্তি পেতে যাচ্ছে রায়হান রাফী পরিচালিত সিয়ামের নতুন সিনেমা আন্ধার। নতুন সিনেমা মুক্তির আগে দ্য ডেইলি স্টারের সঙ্গে কথা বলেন এই অভিনেতা।

সিয়াম আহমেদ বলেন, 'আন্ধার সিনেমার পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। আশাকরি দর্শক ভালো একটি সিনেমা পাবেন, ভালো একটি কাজ পাবেন। আমরা সেরা কিছু উপহার দিতে চেয়েছি।'

আন্ধার সিনেমায় শুটিংয়ের অভিজ্ঞতার কথা জানতে চাইলে তিনি বলেন, 'শুটিং করার অভিজ্ঞতা দারুণ ছিল। অনেক ভালো অভিজ্ঞতা হয়েছে। ক্যারিয়ারের বেস্ট কাজ বলব। খুব ভালো স্ক্রিপ্ট পেয়েছি। গল্পও ছিল চমৎকার।'

siam_ahmed2.jpg

'২০১১ সাল থেকে স্ক্রিপ্টের কাজ এগিয়েছে ধীরে ধীরে। এত সময় নিয়ে স্ক্রিপ্ট লেখার কারণ, এটা একটি স্বপ্নের প্রজেক্ট। যে টিমের সঙ্গে কাজ করেছি, সেটা পারফেক্ট টিম।'

আন্ধার সিনেমার চরিত্র নিয়ে জানতে চাইলে তিনি বলেন, 'ইন্টারেস্টিং চরিত্র। পুরো চরিত্র নিয়ে বলতে চাই না। তবে এটুকু বলব, ফিজিক্যালি অনেক চ্যালেঞ্জ ছিল।'

কতটা কষ্টকর ছিল জানতে চাইলে তিনি বলেন, 'আমি কষ্ট বলব না, আমি বলব, কাজের প্রতি ভালোবাসা জন্মে গেছে। কাজটির প্রতি ভালোভাবে জড়িয়ে গেছি। অনেক চমক আছে এই সিনেমায়। নতুন চ্যালেঞ্জ বলতে পারি। শুটিং করার সময় কাজকে উপভোগ করেছি। এজন্য কষ্ট মনে হয়নি।'

পরিচালক রায়হান রাফীকে নিয়ে তিনি বলেন, 'আমার প্রথম সিনেমার পরিচালক রায়হান রাফী। পোড়ামন টু দিয়ে তার সঙ্গে পথচলা শুরু। এ নিয়ে তার পরিচালনায় ছয়টি সিনেমা করা হলো। প্রথম সিনেমার পর থেকে দুজনে কাজ করেছি। দুজনেরই ম্যাচিউরিটি এসেছে। দর্শকদের ভালোবাসা পেয়েছি।'

siam ahmed
সিয়াম আহমেদ। ছবি: স্টার

'রায়হান রাফী আমাকে অনেক বিশ্বাস করেন। আমিও করি। বেশি বেশি ভালো কাজের সঙ্গে থাকার চেষ্টা করে যাচ্ছি। কতটুকু করতে পেরেছি জানি না। দর্শকরা ভালো বলতে পারবেন,' বলেন তিনি।

দর্শকের কাছে চাওয়া নিয়ে সিয়াম বলেন, 'দর্শক সব কাজ পছন্দ করেছেন। তাদের মনে রাখার মতো কিছু কাজ দিতে পেরেছি। সর্বশেষ জংলি মুক্তি পেয়েছিল, সিনেমাটির জন্য অনেক ভালোবাসা পেয়েছি। এছাড়া, তাণ্ডব সিনেমায় অতিথি  চরিত্রে অভিনয় করেও অনেকের প্রশংসা ও ভালোবাসা পেয়েছি।'

অনেক দর্শক জানতে চান, এত দেরিতে সিনেমা মুক্তি পাচ্ছে কেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, 'আমিও বলতে শুনেছি, দর্শক অনেক অপেক্ষা করছেন। ওই অপেক্ষা অবশ্য ভালো কাজের জন্য। দেরিতে হলেও ভালো ও মানসম্পন্ন কাজ নিয়ে আসতে চাই। যতটা সময় নিয়ে কাজ করি ততটা ভালোবাসা পাই। দর্শকের প্রতিও আমার অনেক কৃতজ্ঞতা।'

প্রসঙ্গত সিয়াম আহমেদ দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন (মৃধা বনাম মৃধা ও বিশ্ব সুন্দরী)। তিনি আলোচনায় আসেন পোড়ামন টু সিনেমা দিয়ে।