হাসপাতালে ভর্তি আফজাল হোসেন

By স্টার অনলাইন রিপোর্ট
5 September 2023, 07:16 AM
UPDATED 5 September 2023, 13:29 PM

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অভিনেতা আফজাল হোসেন। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়লে গতকাল সোমবার রাতে তাকে হাসপাতালে নেওয়া হয়। 

এরপর চিকিৎসকের পরামর্শে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

পরিচালক শিহাব শাহীন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।

শিহাব শাহীন বলেন, 'গতকাল অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সিসিইউতে আছেন।'

জানা গেছে, নিজের জীবনের গল্পে ওয়েব ফিল্ম 'বাবা, সামওয়ান ফলোয়িং মি' নির্মাণ করছেন শিহাব শাহীন। যেখানে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন আফজাল হোসেন। গত ২৭ আগস্ট অস্ট্রেলিয়ায় ওয়েব ফিল্মটির শুটিং শুরু হয়। আজ থেকে শুটিং করার কথা ছিল আফজাল হোসেনের।