নতুন সিনেমায় আফজাল হোসেন

By স্টার অনলাইন রিপোর্ট
23 December 2022, 11:06 AM

দেশের বরেণ্য অভিনেতা আফজাল হোসেন। নিজের অভিনয় দিয়ে দর্শকের প্রশংসা কুড়িয়েছেন। এখনো অভিনয়ে সরব তিনি। সম্প্রতি কথাসাহিত্যিক সেলিনা হোসেনের যাপিত জীবন উপন্যাস অবলম্বনে নির্মিত সিনেমার শুটিং শেষ করেছেন।

এছাড়া, গত সপ্তাহে নতুন আরেকটি সিনেমার শুটিং শুরু করেছেন তিনি। সিনেমার নাম অপরাজেয়। এটি পরিচালনা করছেন গুড্ডি সিনেমাখ্যাত পরিচালক সালাহউদ্দিন জাকী। গাজীপুর জেলার নক্ষত্রবাড়ি রিসোর্টে প্রথম লটের শুটিং শেষ হয়েছে।

আফজাল হোসেনের বিপরীতে অভিনয় করছেন দীপা খন্দকার।

আফজাল হোসেন বলেন, 'সত্যি বলতে সালাহউদ্দিন জাকী আমার অভিভাবকের মতো। তার একটি সিনেমা বা নাটকে থাকা মানে আমার জন্য অনেক আনন্দের। বিষয়টিকে আমি এভাবেই দেখি। দীর্ঘ দিনের পথচলা এই মানুষটির সঙ্গে।'

এদিকে আফজাল হোসেন পরিচালিত প্রথম সিনেমা মানিকের লাল কাঁকড়া মুক্তির অপেক্ষায় আছে।