‘১৩ জুলাই পদত্যাগ করবেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রাজাপাকসে’

By স্টার অনলাইন ডেস্ক
9 July 2022, 17:53 PM
UPDATED 10 July 2022, 00:08 AM

দেশজুড়ে বিক্ষোভ শুরু হওয়ায় পর শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে জানিয়েছেন, আগামী ১৩ জুলাই তিনি পদত্যাগ করবেন। 

এ বিষয়ে দেশটির পার্লামেন্টের স্পিকার মাহিন্দা ইয়াপা আবেবর্ধনে জানিয়েছেন, প্রেসিডেন্ট তার কাছে পদত্যাগের ইচ্ছার কথা বলেছেন।

এর আগে শ্রীলঙ্কার অর্থনৈতিক সংকট নিয়ে কয়েক মাস ধরে চলা অস্থিরতার পর রাজাপাকসের পদত্যাগের দাবিতে বিক্ষোভকারীরা তার সরকারি বাসভবনে হামলা চালায়। 

এ ছাড়া শনিবার প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহ পদত্যাগের ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যে বিক্ষোভকারীরা তার ব্যক্তিগত বাড়িতে আগুন ধরিয়ে দেয়।